Wellcome to wealfare.blogspot.com
আমাদের কর্তব্য
আল্লাহ্ ও রাসূলের ভালোবাসা পেতে আসুন আমরা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ্ ও তার রাসূলের অনুগত থেকে বেশি করে আল্লাহর জিকির করি ও হুজুর পাক (সাঃ) -এর উপর দরূদ পাঠাই।
রাসূলুল্লাহ (সাঃ) -এর প্রতি ভালোবাসা শুধু তার মিলাদ পড়ার মধ্যে বা তার প্রতি না,ত পড়ার মধ্যে নয়। ভালোবাসার প্রমান হলো তার হেদায়েত মতো চলা, সহীহ সুন্নতকে আঁকড়ে ধরা এবং তার শিক্ষা ও উপদেশ জীবনের সর্বাংশে ফুটিয়ে তোলার মধ্যে। তাঁর মহান চরিত্রের রংয়ে নিজেদের রঞ্জিত করার মধ্যে।
ইবাদত, লেন-দেন,চরিত্র,সামাজিকতা তথা জীবনের সকল ক্ষেত্রে যে যত বেশি সুন্নতের অনুসরণ করবে, আল্লাহর মহব্বত সে তত বেশি অর্জন করতে পারবে এবং আল্লাহর প্রিয়জনে পরিণত হবে। মহব্বত যত বেশি বৃদ্ধি পাবে, নৈকট্যও তত বেশি অর্জিত হবে।
- পোস্টটি কেমন লাগলো কমেন্ট করে জানান ও সেয়ার করে সকলকে পড়ার সুযোগ করে দিবেন
ধন্যবাদ।
http://wealfare.blogspot.com
http://wealfare.blogspot.com
0 মন্তব্য(গুলি):