Thursday, October 18, 2018

মুহাম্মাদুর রসুলূল্লাহ (সাঃ)। কোরআনের বাণী। হাদিস। islamic।

Welcome to wealfare.blogspot.com 


মুহাম্মাদুর রসুলূল্লাহ  (সাঃ)

কোরআনের বাণীঃ

মুহাম্মাদ (সাঃ) একজন সতর্ককারী

৩. সূরা আল-ইমরান
(১৪৪) আর মুহাম্মাদ একজন রসূল বৈ তো নয়।  তার পূর্বেও বহু রসূল অতিবাহিত হিয়ে গেছেন ৷ তাহলে কি তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, তবে তোমরা পশ্চাদপসরণ করবে? বস্তূতঃ কেউ যদি পশ্চাদপসরণ করে, তবে তাতে আল্লাহর কিছুই ক্ষতি -বৃদ্ধি  হবে না। আর যারা কৃতজ্ঞ, আল্লাহ তাদের সওয়াব দান করবেন।

১১. সুরাঃ হুদ
(২)যেন তোমরা আল্লাহ  ব্যতীত অন্য কারো বন্দেগী না কর। নিশ্চই আমি তোমাদের প্রতি  তারই পক্ষ থে সতর্ককারী ও সুসংবাদদাতা।

22. সুরা হজ্ব
(৪৯) বলুনঃ হে লোকসকল,আমি তো তোমাদের জন্যে স্পষ্ট ভাষায় সতর্ককারী।

৩৮. সুরা ছোয়াদ
(৬৫) বলুন, আমি তো একজন সতর্ককারী মাত্র এবং এক পরাক্রমশালী আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই।

(৭০) আমার কাছে এ ওহিই আসে যে,  আমি একজন স্পষ্ট সতর্ককারী।

৪৬. সুরা আল - আহক্বাফ
(৯) বলুন, আমি তো কোন নতুন রসুল নই।  আমি জানি না আমার ও তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। আমি কেবল তারই অনুসরণ করি, যা আমার প্রতি ওহি করা হয়। আমি স্পষ্ট সতর্ককারী বৈ নই।

৫০. সুরা ক্বাফ
(১) ক্বাফ সন্মানিত কোরআনের শপথ। (২) বরং তারা তাদের মধ্য থেকেই একজন ভয় প্রদর্শনকারী আগমন করেছে দেখে বিস্ময় প্রকাশ করে। অতঃপর কাফেররা বলেঃ এটা আশ্চর্শ ব্যাপার।

ধন্যবাদ
পোস্টটি সেয়ার করে সকলকে পড়ার সুযোগ করে দিন।

0 মন্তব্য(গুলি):