Wellcome to wealfare. blogspot.com
আজকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি নাটক রিভিউ নিয়ে।
নামঃ কাচের দেয়াল।
মূল চরিত্রে আছেন Arfan Nisho ও Samia othoi.
গল্পঃ এ এস এম রাহাত।
চিত্রনাট্যঃ ইমরাউল রাফাত,বিপ্লব ইউসুফ।
পরিচালনাঃ বিপ্লব ইউসুফ।
আমার পছন্দের নাটক গুলোর মধ্যে একটি হচ্ছে এটি কাঁচের দেয়াল।
এখানে সত্য ,সুন্দর ও পবিত্র একটি ভালোবাসার পূর্ণ প্রকাশ ঘটেছে।
এই গল্পে নায়িকা অন্য একটি ছেলেকে ভালোবাসতো কিন্তু নায়িকার যখন ভীষণ অসুখ হয় অনেক টাকার প্রয়োজন হয় তখন তার প্রেমিক তাকে ছেড়ে দেয়।
কিন্তু নায়ক তার অসুখের কথা শুনে গ্রামে গিয়ে জমি বিক্রি করে সেই টাকা এনে নায়িকার বাবাকে দেয় কিন্তু নায়ক সে কথা নায়িকাকে জানতে দেয় না।
নায়িকা সুস্থ হওয়ার পর নায়ক ও নায়িকার বিয়ে হয়। তারপর আরো অনেক ঘটনা ঘটে । সব শেষে নায়িকা নায়কের ডায়রি দ্বারা সবকিছু জানতে পারে ইত্যাদি। অনেক সুন্দর একটি কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই নাটকটি।
কেউ না দেখে থাকলে
ধন্যবাদ
পোস্টটি ভালো লাগলে কমেন্ট ও সেয়ার করবেন।
0 মন্তব্য(গুলি):