Wednesday, October 10, 2018

ছেলে VS মেয়ে। boy vs girl। Short story। written by Osman Ali।

Wellcome to wealfare.blogspot.com


ছেলে VS মেয়ে
-ওসমান আলী।

কিছু ছেলে আছে যারা বলে মেয়েরা ভালো নয়। তারা ছেলেদেরকে প্রথমে প্রেমের ফাদে ফেলে পরে ধোকা দেয়, চিটিং করে, ছেড়ে চলে যায় ইত্যাদি নানান ধরনের কথা শুনা যায়। মেয়েদের কাজই হচ্ছে ছেলেদের সারাজীবন কষ্ট, দুঃখ ও যাতনা দেওয়া।

অথচ যারা এইসব কথা বলে তারা যদি নিজেরা নিজেদের শুধু একবার  এই প্রশ্নটি করে যে শুধু কি মেয়েরাই এই কাজ গুলো করে ?  আশা করি নিজে থেকেই উত্তর টি পেয়ে যাবেন।


এখানে কাউকে ছোট করার জন্য আমি  এই কথাগুলো  বলতেছি না।

সত্যিকার অর্থে কিছু সংখক এরকম ছেলে মেয়ে আছে যারা  ভালোবাসার সত্যিকার অর্থ জানে না এবং ভালোবাসার মর্যাদাও দিতে পারে না।

তাই বলে এই নয় যে সত্যিকার ভালোবাসা হারিয়ে গেছে।

হয়তো আপনার সাথে যেই ছেলেটি বা মেয়েটির পরিচয় হয়েছিলো সে ভুল ছিলো। তাই  শধু একজনের উপর ভিত্তি করে এই কথা বলা ঠিক হবে না যে পৃথিবীর সব ছেলেরাই বা সব মেয়েরাই এক।

পৃথিবী  টিকে আছে ভালোবাসার বন্ধনের উপর।

পৃথিবীতে যদি সত্যিকারের ভালোবাসা না থাকতো তাহলে হয়তো পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেতো।

পোস্টটি ভালো লাগলে সেয়ার করে সকলকে পড়ার সুযোগ করে দিবেন

ধন্যবাদ।
 http://wealfare.blogspot.com

0 মন্তব্য(গুলি):