Monday, October 8, 2018

আবার কি কখনো হবে দেখা। কবিতা। ওসমান আলী।

Wellcome to wealfare.blogspot.com



        আবার কি কখনো হবে দেখা
                - ওসমান আলী।

শেষ কবে হয়েছিলো  দেখা আমার মনে নেই,
নয়ন কোণে অশ্রু আসে নিজের অজান্তেই।

যখন তুমি ছিলে সাথে তখন ছিলাম বেশ,
এখন তুমি নেই সাথে হয়েছি আমি শেষ।

সামনে তুমি এলেই আশা জাগতো অনেক মনে,
চোখের আড়াল হলেই মনটা পুরতো ক্ষণে ক্ষণে।

জানতে বড়ো ইচ্ছে করে  কেমন আছো তুমি
জেনে রেখো, ভালো নেই তোমায় ছাড়া আমি।

এ ধরাতে তুমিই আমার ভালোবাসার আলো,
তোমায় ছাড়া আমার জীবন রাতের মতো কালো।

সেই চেনা পথ অচেনা এখন,
ছিলো খুব চেনা তুমি ছিলে যখন।

মনটা খুব আনচান করে, লাগে ভীষণ একা,
জানতে বড়ো ইচ্ছে করে, আবার কি কখনো হবে দেখা।

0 মন্তব্য(গুলি):