Wellcome to wealfare.blogspot.com
আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধীকারীঃ
(১১৬) অতএব শীর্ষ মহিমায় আল্লাহ্ তিনি সত্যিকার মালিক,তিনি ছাড়া কোন মাবুদ নেই। তিনি সন্মানিত আরশের মালিক।
২৫. সুরা আল-ফোরকান
(২) তিনি হলেন যাঁর রয়েছে নভোমন্ডল ও ভুমন্ডোলের রাজত্ব। তিনি কোনো সন্তান গ্রহণ করেননি। রাজত্বে তার কোনো অংশীদার নেই। তিনি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছেন , অতঃপর তাকে শোধিত করেছেন পরিমিতভাবে।
২৮. সুরা আল-কাসাস
(৭০) তিনিই আল্লাহ। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। ইহকাল ও পরকালে তাঁরই প্রসংসা। বিধান তারই ক্ষমতাধীন এবং তোমরা তারই কাছে প্রত্যাবর্তীত হবে।
(৮৮) আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহবান করবেন না। তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। আল্লাহর সত্তা ব্যতীত সবকিছু ধ্বংস হবে। বিধান তারই এবং তোমরা তারই কাছে প্রত্যাবর্তীত হবে।
৫৯. সুরা আল-হাশর।
(২৩) তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই।তিনিই একমাত্র মালিক, পবিত্র, শাস্তি ও নিরাপত্তাদাতা,আশ্রয়দাতা,পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্ম্যশীল।
তারা যাকে অংশীদার করে, আল্লাহ তা,আলা তা থেকে পবিত্র।
ধন্যবাদ
0 মন্তব্য(গুলি):