Saturday, November 17, 2018

খুব সহজে দেখে নিন আপনার ব্যবহৃত সিমটি 4G কিনা।

Welcome to wealfare.blogspot.com

আপনি যদি না জেনে থাকেন যে আপনার ব্যবহৃত সিমটি 4G কিনা তাহলে খুব সহজে দেখে নিন নিচে দেওয়া নাম্বার গুলো ডায়াল করেঃ


১.গ্রামীণফোন:

 *১২১*৩২৩২# 

২. রবি :

*১২৩*৪৪# 


৩. বাংলালিংক:

বাংলালিংকের গ্রাহকেরা মোবাইল ফোন থেকে 4G লিখে ৫০০০ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি ম্যাসেজে ফোরজি সিমের বিষয়ে তথ্য পাবেন।

গ্রাহকের সিমটি যদি ফোরজি না হয়, তাহলে তা সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্র থেকে পরিবর্তন করে নেওয়ার সুযোগ রয়েছে।

পোস্টটি ভালো লাগলে সেয়ার করবেন
ধন্যবাদ।

0 মন্তব্য(গুলি):