Thursday, November 8, 2018

Learn English easily। সহজে মনে রাখার মতো প্রয়োজনীয় কিছু ইংরেজি বাক্য।

Welcome to wealfare.blogspot.com



আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি। আজ আপনাদের জন্য নিয়ে এলাম সহজে মনে রাখার মতো  কিছু ইংরেজি প্রয়োজনীয় বাক্য।
তো আর দেরি কিসের নিচে থেকে এখনি পড়ে ফেলুনঃ



1. The point is that (মূল বিষয় হচ্ছে/মূল কথা হচ্ছে)

 2. The point is that we should do the work. – মূল বিষয় হচ্ছে আমাদের কাজটি করা উচিত।

 3. The point is that you need to go there. – মূল কথা হচ্ছে তোমার সেখানে যাওয়া দরকার।

 4. The point is that he doesn’t know the matter. – মূল বিষয়টি হচ্ছে সে বিষয়টি জানেনা।

 5.The point is that I have to finish the task. – মূল বিষয়টি হচ্ছে আমার কাজটি শেষ করতে হবে।

 5. The point is that she is a liar. – মূল বিষয়টি হচ্ছে সে একজন মিথ্যাবাদী।

 6. The point is that if we don’t try we will get nothing. – বিষয়টি হচ্ছে যদি আমরা চেষ্টা না করি আমরা কিছুই পাবোনা।

প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ।

0 মন্তব্য(গুলি):