( কবিতা )
আমি আজ উদ্বার
ঘর আছে তবু নাহি কোনো দ্বার,
আমি আজ উদ্বার।
বিছানা আছে তবু নাহি কোনো বালিশ,
ব্যাথার সময় কেহ নাহি করে মালিশ।
আশে পাশে কোতো লোক তবু দেখে
না কেহ হায়,
আমার দুঃখ আজ রাখিব কোথায়।
কর্মব্যাস্ত মানুষ সবে থাকে মনে যার
যার,
আমি আজ উদ্বার। অন্ধকারের মাঝে আজ একা শুয়ে
আছি আমি,
তবু কেনো আজ আর খোঁজোনা প্রিয়া
মোর তুমি। আমার কথা আমি ছাড়া কেও শুনে না
আর,
তাই আর কিছু মোর নাহি বলিবার।
আজ আমি উদ্বার।
_ ওসমান আলী।

0 মন্তব্য(গুলি):