এখনো খুজি তোমায় হাজার লোকের ভিড়ে (কবিতা) Posted By: Osman Ali Thursday, July 19, 2018 Leave a Reply কবিতা এখনো খুজি তোমায় হাজার লোকের ভিড়ে, তোমায় খুজি আমি আমার অর্ন্তদৃষ্টি দিয়ে। পেলে তোমায় যাব আমি অচিনপুরে নিয়ে। গড়বো সেথা দুজন মিলে ছোট্ট একটা যর, একসাথে থাকবো মোরা হবো না কেউ পর। -ওসমান আলী। Tweet Share Share Share Share
0 মন্তব্য(গুলি):