Tuesday, September 18, 2018

ভালোবাসা (কবিতা)

ভালোবসা
                         -ওসমান আলী।

তোমাকে প্রথম আমি দেখেছি যেদিন,
ভালোবেসে প্রেমে আমি পড়েছি সেদিন।

তোমাকে দেখেছি আমি অপোলোক দৃষ্টিতে,
কেনো অসাধারণ  তুমি পৃথিবীর সৃষ্টিতে।

তোমার হাসি, তোমার গান,তোমার রুপের ঝলোক,
দেখেছি আমি,শুনেছি আমি, ফেলিনি চোখের পলোক।

বিশ্ব মাঝে তুমি এক অনন্যা আমার কাছে,
তাইতো  পরিচয় পাওয়ার আশায় ঘুরছি পাছে পাছে।


0 মন্তব্য(গুলি):