আঁধার নামিবে একদিন সবার তরে
- ওসমান আলী।
আঁধার নামিবে একদিন সবার তরে,
ভাবো এখোনি,ভাবিয়ো না পরে।
যদি ভালো কিছু করে যাও পৃথিবীর তরে,
তবে সকলে করিবে স্মরণ তোমায় তোমার মৃত্যুরও পরে।
ক্ষণিকের জন্য তোমরা পৃথিবীতে আছো,
ভালো কিছু করে যাও যতদিন বাঁচো।
কি লাভ সাধিত হয় খুনোখুনি করে,
আঁধার নামিবে একদিন সবার তরে।
আধার নামিলে জীবনে তোমার পাবে না আলো আর,
হাজার চেষ্টা করেও সেদিন পাবে না কোনো পার।
মানুষের মাঝে বাঁচিতে চাহিলে করো সৎ কর্ম,
চলে গেলে তুমি খুজিবে তারা, বুঝিবে তোমার মর্ম।
সময় থাকিতে তাই ভালো কিছু যেয়ো করে,
আঁধার নামিবে একদিন সবার তরে।
- ওসমান আলী।
আঁধার নামিবে একদিন সবার তরে,
ভাবো এখোনি,ভাবিয়ো না পরে।
যদি ভালো কিছু করে যাও পৃথিবীর তরে,
তবে সকলে করিবে স্মরণ তোমায় তোমার মৃত্যুরও পরে।
ক্ষণিকের জন্য তোমরা পৃথিবীতে আছো,
ভালো কিছু করে যাও যতদিন বাঁচো।
কি লাভ সাধিত হয় খুনোখুনি করে,
আঁধার নামিবে একদিন সবার তরে।
আধার নামিলে জীবনে তোমার পাবে না আলো আর,
হাজার চেষ্টা করেও সেদিন পাবে না কোনো পার।
মানুষের মাঝে বাঁচিতে চাহিলে করো সৎ কর্ম,
চলে গেলে তুমি খুজিবে তারা, বুঝিবে তোমার মর্ম।
সময় থাকিতে তাই ভালো কিছু যেয়ো করে,
আঁধার নামিবে একদিন সবার তরে।
0 মন্তব্য(গুলি):