Wellcome to wealfare.blogspot.com
আজকে আমরা আলোচনা করবো
HTML এর ট্যাগ সিনটেক্সট পরিচিতি নিয়ে (Introduction to HTML Tags & HTML Syntax)
সাধারণত HTML ডকুমেন্ট বা ফাইল কিছু মার্কাআপ ট্যাগ ও অ্যাটিবিউটের সন্বয়ে তৈরি।একটি ওয়েব পেজের বিভিন্ন অংশ ব্রাউজারের মাধ্যমে কেমনভাবে প্রদর্শিত হবে তা মার্ক আপ ওপর নির্ভর করে মার্কআপ (mark up) ট্যগের ওপর নির্ভর করে। (mark up) ট্যাগ কে HTML ট্যাগও বলা হয়। HTML ট্যাগ হলো কতগুলো কিওয়ার্ড যা একজোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের (<>) মধ্যে লিখা হয় ট্যাগগুলো সাধারণত জোড়ায় জোড়ায় লেখা হয়। যেমনঃ <b> এবং </b>। প্রতি জোড়ার প্রথম টাক বা শুরু ট্যাগকে বলে opening tag এবং শেষ ট্যাগকে বলে closing tag। শেষ বা closing ট্যাগ লিখতে কিওয়ার্ডের শুরু তে forward slash (/) দিতে হয়।
HTML Tag এর syntax :
<tag name> content </tag name>
<html> HTML এর ডকুমেন্ট বর্ণা বা নির্দেশ করে।
<head> HTML এর ডকুমেন্ট head অংশ নির্দেশ করে।
<title> HTML এর ডকুমেন্ট title অংশ নির্দেশ করে।
<body> HTML এর ডকুমেন্ট body বর্ণা করে অথবা মুল কনটেন্ট অংশ নির্দেশ করে।
<h1>নির্দেশিত টেক্সট সর্ববৃহৎ সাইজ প্রদান করে।
<h6> নির্দেশিত টেক্সট সব চেয়ে ছোট ফন্ট সাইজ প্রদান করে।
<p> একটি প্যরাগ্রাফ বর্ননা করে।
<!--> একটি কমান্ড বর্ননা করে।
অবশ্য <html>,<head>,<title>, ও <body> ট্যাগসমুহকে HTML এর মৌলিক ট্যাগ বলা হয়।
HTML ট্যাগ এর প্রকারভেদঃ
html ট্যাগ দুই ধরনেরঃ ১।এমপ্টি ট্যাগ ও ২।কনটেইনার ট্যাগ।
যে ট্যাগের শুরুর ট্যাগ আছে কিন্তু শেষের ট্যাগ নেই সেগুলকে এমপ্টি ট্যাগ বলে।
যেমনঃ <br>, <hr>,<img>
যে ট্যাগের শুরুর ট্যাগ আছে এবং শেষের আছে সেগুলকে কনটেইনার ট্যাগ বলে।
যেমনঃ<b> </b>,<p> </p> ইত্যাদি।
এর পরে আমরা html coding শুরু করবো।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ
ভালো লাগলে কমেন্ট করুন ও আমিদের সঙ্গেই থাকুন।
0 মন্তব্য(গুলি):