Wellcome to wealfare.blogspot.com
আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি HTML Learning বংলাতে। এখানে আপনারা জানতে পারবেন html কি ও html এর প্রাথমিক ধারণা । কিভাবে html ব্যবহার করতে হয়,কিভাবে html coding করতে হয় ও html ব্যবহার করে কি হয় ইত্যাদি প্রাসঙ্গিক বিষয় নিয়ে এই html & css category তে বিস্তারিত আলোচনা করবো।
প্রথমে আমরা Html এর প্রাথমিক ধারণা জানবোঃ
একটি ওয়েব পেজের মূল গঠন তৈরি হয় html দিয়ে। Html শব্দের পূর্ণরূপ হলো :- Hyper Text Markup Language। ১৯৯০ সালে জেনেভার CERN ( The European Center for Nuclear Research) এ কাজ করার সময় টিমস বার্নার্স লী (Sir Tim Berners Lee) সর্বপ্রথম HTML আবিস্কার করেন। ১৯৯৫ শালে HTML 2.0, ১৯৯৭ সালে জানুয়ারি মাসে HTML3.2 এবং একই সালের ডিসেম্বর মাসে HTML 4.0 ভার্সন বাজারে আসে।। আর HTML 5 হচ্ছে HTML এর সর্বশেষ ভার্সন যা ২০১০ সালে বাজারে আসে।
HTML এমন একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা যার মাধ্যমে অতি সহজে পছন্দ অনুযায়ী ওয়েব পেজ তৈরি করা সম্ভব। আবার ওয়েব পেইজে text, audio, video গ্রাফিক্স তথা তথ্যকে সাজাতে এবং ফরমেট করে নান্দনিকভাবে উপস্থাপন করতে HTML ব্যবহার করা হয়। HTML কে Hyper Language বলা হয় কারণ , HTML -এ লেখা কোন শব্দকে লিঙ্ক হিসাবে তৈরি করে ওয়েব পেজের এক অংশ থেকে অন্য অংশে বা অন্য কোন ওয়েব পেজে যাওয়ার ব্যবস্থা করা যায়।
HTML এর সুবিধাঃ
১। ছোট বা বড় হাতের কিংবা উভয়ের মিশ্রণে HTML প্রোগ্রাম লিখলেও কোন সমস্যা হয় না।
২। HTML coding এবং syntax সহজ হওয়ায় খুব দ্রুত static web page তৈরি করা যায়।
৩। HTML এর সাথে বিভিন্ন স্ক্রিপটিং Language যেমনঃ javascript, PHP, CSS, ASP ইত্যাদি ব্যবহার করে dynamic web page তৈরি করা যায়।
৪। HTML দিয়ে তৈরি ওয়েব পেইজ অধিকাংশ ব্রাউজারের মাধ্যমে দেখা যায়।
৫। HTML শিখার জন্য কোন প্রোগ্রামিং knowledge দরকার হয় না।
৬। Text document থেকে HTML ফাইল আকারে ছোট হয়।
৭। যে কোন text এডিটর ব্যবহার করে সহজে HTML প্রোগ্রাম তৈরি করা যায়।
৮। ওয়েব পেইজের টেমপ্লেইট গঠন করা যায়।
৯। ওয়েব ফর্ম ডিজাইন করা যায়।
১০। HTML দ্বারা তৈরি কোন ওয়েব পেইজ সহজে লোড হয়।
১১। HTML দিয়ে ওয়েব পেইজে সহজে audio,video,animation যুক্ত করা যায়।
১২। বর্তমানে ওয়েব পেইজ তৈরিতে XML ব্যবহার করা হয়। তবে XML এর সাথে HTML এর মিল থাকায় HTML জানা থাকলে সহজে XML শিখা যায়।
HTML এর অসুবিধা ঃ
১। সাধারণ ওয়েব পেইজ তৈরিতে অনেক কোড লিখতে হয়।
২। মূলতঃ static web page তৈরি করা যায়।
৩। HTML এ লেখা প্রোগ্রাম তুলনামূলক বড় হলে পরিচালনায় সমস্যার সৃষ্টি হয়।
৪। নিরাপত্তা ব্যবস্থা ভালো নয়।
পরবর্তী পোস্টে আমরা HTMl tag এর সাথে পরিচিত হবো।
পোস্টটি কেমন হলো কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে Share করবেন।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
পরবর্তী পোস্টের জন্য আমাদের সাথেই থাকুন
৩। HTML এ লেখা প্রোগ্রাম তুলনামূলক বড় হলে পরিচালনায় সমস্যার সৃষ্টি হয়।
৪। নিরাপত্তা ব্যবস্থা ভালো নয়।
পরবর্তী পোস্টে আমরা HTMl tag এর সাথে পরিচিত হবো।
পোস্টটি কেমন হলো কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে Share করবেন।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
পরবর্তী পোস্টের জন্য আমাদের সাথেই থাকুন
0 মন্তব্য(গুলি):